উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের মধ্য সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এই ঘটনা ঘটে। সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- জুবায়ের (২২), মাহবুব (২২), শিমুল (২১), গালিব (২২), জহির (২২), জহিরুল ইসলাম অমি (২২), অপু (২৪)। ঢাকা কলেজের আহতরা হলেন- হিরু (২৫), রুমন (২৬), সালমান- (২৪), সালমান-২ (২৩), আল-আমিন-(২০), আবু নোমান(২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলার নিচে আগে এসে অবস্থান নেয় ঢাকা কলেজ ছাত্রলীগ। পরে সেখানে মিছিল নিয়ে কবি জসীম উদদীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা আসেন। প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতি শুরু হয়। দুই পক্ষই ইট, চেয়ার, বাঁশ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
মারামারি থামাতে মঞ্চ থেকে বটতলার আসেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এতে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ১০ জনের অধিক আহত হন৷ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তার গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগে সাহায্য করেন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে পুনরায় মঞ্চে আসেন।
এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য পাওয়া যায়নি। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় একজন সাংগঠনিক সম্পাদক সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন।
ইবাংলা / নাঈম/ ০৪ জানুয়ারি, ২০২২