কড়া নিয়মকানুনের মধ্যে কারাগারে কয়েদিদের থাকতে হয়। সেখানে চিত্তবিনোদনের সুযোগ খুব বেশি থাকে না বললেই চলে। কিন্তু কারাগারে কয়েদিদের মনোরঞ্জনের জন্য এক নর্তকীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর বিব্রত অবস্থায় পড়েছেন কারাগারের কর্তৃপক্ষ।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১৭ সেকেন্ডের ওই ভিডিওটি ব্রাজিলের পারনাম্বুকোর গোয়ানার পাবলিক প্রিজনে বড়দিনের পার্টিতে ধারণ করা হয়েছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
জানা গেছে, ওই পার্টিতে নাচার জন্য দু’জন তরুণীকে ভাড়া করা হয়েছিল। ভাইরাল ভিডিওতে তাদের একজনকে কয়েদিদের সামনে গানের তালে নাচতে দেখা গেছে। ওই ভিডিওটি কয়েদিরাই তাদের মোবাইলে ধারণ করেন বলে ডেইলি স্টার জানিয়েছে। ঘটনার রাতেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েকদিনের মধ্যে তা ভাইরাল হয়।
ওই অশ্লীল নাচের অংশ বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পাওয়ার পর ওই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ব্রাজিলের জনপ্রতিনিধি কার্লোস জর্ডি তার ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এ সময় দেশের কারা ব্যবস্থাকে কটাক্ষ করতেও ভোলেননি তিনি।
এ ঘটনায় কারাগারের এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন কয়েদিকে অন্য কারাগারে স্থানান্তর করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ধারণা ওই তিন কয়েদিই নর্তকী ভাড়াসহ পার্টির মূল পরিকল্পনাকারী। ওই কারাগারে মোট ১০৫ জন কয়েদি রয়েছে। তবে ঠিক কতজন ওই পার্টিতে অংশ নিয়েছিলেন তা জানা যায়নি।
ইবাংলা / নাঈম/ ০৪ জানুয়ারি, ২০২২