দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় বালুবোঝাই একটি ডাম্প ট্রাক চুরমার। ট্রেনের ৫টি বগি রেললাইনের পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে গেছে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে স্টেশনের অদূরে যশাই রেলক্রসিংয়ে বুধবার (৫ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের চালক গুরুতর আহত হওয়ার পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি বুধবার (৫ জানুয়ারি) সপ্তাহিক ছুটি ছিল। তাই ভোরে ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে দিনাজপুর থেকে যাচ্ছিল। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালুবোঝাই ডাম্প বিকল হয়ে পড়ে। ঘন কুয়াশা থাকা ফলে ট্রেনটি সজোরে বালুর ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমরে মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের পিছনে থাকা ৫টি বগি পাশ্ববর্তী ক্ষেতে উল্টে যায়। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগমমুখী সকল ধরনের ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইবাংলা / টিআর /৫ জানুয়ারী