নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় ধাক্কা দেওয়া ‘এমভি ফারহান-৬’ নামের লঞ্চটি আটক করেছে নৌপুলিশ। একই সঙ্গে লঞ্চের চালক ও মাস্টারসহ চারজনকে আটক করা হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার কালীগঞ্জ এলাকায় লঞ্চটির নিজস্ব ডকইয়ার্ড থেকে আটক করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদীবন্দরের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য এতথ্য নিশ্চিত করেছেন।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী সরদার বলেন, ‘আমরা ট্রলারকে ধাক্কা দেওয়া লঞ্চটিকে আটক করেছি। লঞ্চটি বর্তমানে ডকইয়ার্ডেই আটক রাখা হয়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ নৌ থানায় মামলা করা হবে।’
এর আগে সকালে ফতুল্লার বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ গোদারাঘাট এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ নয়জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আব্দুল্লাহ (২২), মোতালেব (৪২), সাব্বির (১৮), বিল্লাল হোসেন, জেসমিন আক্তার (৩২), তামীম খান (৮), তাফসিয়া (২), তাসমিম (১৫) ও আওলাদ (২৮)।
সকাল থেকেই ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার শুরু করলেও নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদাউস বলেন, কুয়াশা ও নদীর পানি কালো থাকার কারণে আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ফের উদ্ধারকাজ শুরু হবে।
ইবাংলা /এইচ/৫ জানুয়ারি, ২০২২