তিন দিনব্যাপী ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২’ শুরু

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আজ পর্দা উঠছে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২’র। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী এ মেলা। মেলাটি চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।

করোনার জন্য দুই বছর বিরতির পর স্মার্টফোন ও ট্যাবলেটের বড় আয়োজনটি আবারও হতে যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সব সময়ের মতো এবারও দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ থাকছে এই মেলায়।

স্যামসাং, অপো, রিয়েলমি, শাওমি, টেকনো, ভিভো, ওয়ালটন, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাবে এই মেলায়। এ ছাড়া স্মার্টফোনের জন্য আনুষঙ্গিক গ্যাজেট ও এক্সেসরিজ নিয়ে থাকবে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন। মেলায় প্রথমবারের মতো থাকছে ফাইভজি এক্সপেরিয়েন্স জোন। মোবাইল অপারেটর টেলিটকের পরিচালনায় ও হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের কারিগরি সহায়তায় এই জোনে এসে দর্শক সরাসরি ফাইভজি অভিজ্ঞতা নিতে পারবে।

এবারের মেলার পৃষ্ঠপোষকতায় রয়েছে মোবাইল ব্র্যান্ড স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, টেকনো ও ডিএক্স। মেলার টেকনোলজি পার্টনার হুয়াওয়ে। লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ই-কুরিয়ার। মেলায় এবার কোনো টিকিট না থাকলেও দর্শকদের অবশ্যই মাস্ক পরতে হবে।

প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীর সব আপডেট ও খবর পাওয়া যাবে মেলার অফিশিয়াল ফেসবুক পেজে (http://www.facebook.com/STExpo/)।

ইবাংলা /টিপি/৬ জানুয়ারি, ২০২২

স্মার্টফোন ও ট্যাব এক্সপো
Comments (0)
Add Comment