সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৪০ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।(বুধবার) ৮৯২ জন রোগী শনাক্ত হয়েছিলো। এ দিন তিনজনের মৃত্যু হয়েছিল।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৬২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৪৩৫টি নমুনা। নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। দেশে এখন পযন্ত করোনায় প্রাণ গেছে ২৮ হাজার ৯৭ জনের এবং শনাক্ত ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন।
নতুন মারা যাওয়াদের দুইজন নারী এবং পাঁচজন পুরুষ। তাদের মধ্যে চট্টগ্রামে চারজন এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ইবাংলা / নাঈম/ ০৬ জানুয়ারি, ২০২২