করোনায় দেশের ৩০ জেলায় ১৭৭ জনের মৃত্যু

ডিস্ক রিপোর্ট :

গত ২৪ ঘণ্টার একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দেশের ৩০ জেলায় ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগেই মারা গেছেন ৭৬ জন। খুলনার চারটি হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৭ জন। এছাড়া যশোরে ১১ জন, সাতক্ষীরায় ১০ জন, চুয়াডাঙ্গায় ১০ জন, ঝিনাইদহে ৩ জন এবং বাগেরহাট ও মেহেরপুরে দুইজন মারা গেছেন।

এদিকে, রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন করোনা আক্রান্ত, ৯ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁর ৩, নাটোরের ২, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং পাবনার একজন রয়েছেন।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিক্যালে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়। এর মধ্যে করোনা আক্রান্ত ৫ জন আর উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু ঘটে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৬ জন, নেত্রকোণার ৩ জন, শেরপুরের ৫ জন, জামালপুরের তিনজন রয়েছেন।

এছাড়া, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে ১০ ও বরগুনায় একজন রয়েছেন। তাছাড়া, সিলেটে ৩ জন, ফরিদপুরে ১৪ জন, টাঙ্গাইলে ১১ জন, চট্টগ্রামে ৯ জন, কিশোরগঞ্জে ৭ জন, মানিকগঞ্জ, দিনাজপুর, মাদারীপুর ও নীলফামারীতে ৬ জনের মৃত্যু হয়েছে।

ই-বাংলা/ করো ই/ ৮ জুলাই, ২০২১

১৭৭ জনের৩০ জেলায়মৃত্যু
Comments (0)
Add Comment