১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে পাচারকালে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী দ্রুত পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ওই ইউনিয়নের ওয়াব্রাং নাফ নদী সংলগ্ন ধানক্ষেত থেকে ওই মাদকের চালানটি উদ্ধার করা হয়।

বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির জওয়ানরা ওয়াব্রাং এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফ নদীর বেড়িবাঁধ পেরিয়ে ধানখেত বেয়ে দুজন লোককে সীমান্ত অভিমুখে আসতে দেখে তাদের থামার সংকেত দেয় বিজিবির সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী দ্রুত পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ধানখেত তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তাভর্তি ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবাগুলো ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে মজুত রাখা হয়েছে।

ইবাংলা / টিআর / ৯ জানুয়ারি

উপজেলাকক্সবাজারটেকনাফ
Comments (0)
Add Comment