না.গঞ্জে একদিনে আক্রান্ত ১৫৭

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) আক্রান্তের সংখ্যা ছিল শতাধিক; বুধবার (১৯ জানুয়ারি) সকালে একদিনের ব্যবধানে তা দেড়শতাধিকে দাঁড়িয়েছে। একদিনে আক্রান্ত ১৫৭ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৬৩, সদর উপজেলায় ২৫, রূপগঞ্জ উপজেলায় ৩১, সোনারগাঁও উপজেলায় ১৪, বন্দর উপজেলায় আট ও আড়াইহাজার উপজেলায় ১৬ জন শনাক্ত হয়েছেন।

জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ডা. সাখাওয়াত হোসেন জানান, আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। অবস্থা ভালোর দিকে যাচ্ছে না। আক্রান্তদের মধ্যে কারও ওমিক্রন ধরন রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা নমুনা রেখেছি; সেটি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে নিয়ে যাবে এবং পরীক্ষা করবে।

তার পর আমরা জানাতে পারব এদের মধ্যে কেউ ওমিক্রনে আক্রান্ত আছেন কিনা। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসী এখনই যদি সতর্ক না হন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করেন; তা হলে হয়তো আবারও সেই ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে হতে পারে।

ইবাংলা /টিআর / ১৯ জানুয়ারি

করোনা আক্রান্তদেড়শতাধিকনারায়ণগঞ্জে
Comments (0)
Add Comment