প্রধান বিচারপতি স্ত্রীসহ করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে অসুস্থতা নিয়ে বুধবার (১৯ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি।

এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) একই হাসপাতালে ভর্তি হন তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ। বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালের ভিআইপি ডিলাক্সের ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, প্রধান বিচারপতি এবং তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাঁদের বিষয়ে মেডিকেল বোর্ড বসবে। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতি মিলে আপিল বেঞ্চ পরিচালনা করছেন।

প্রধান বিচারপতি ছাড়াও হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোরশেদও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে গত ৩০ ডিসেম্বর নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। নতুন বছর থেকে প্রধান বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব পালন শুরু করেন।

ইবাংলা/ টিআর / ২০জানুয়ারি

প্রধান বিচারপতিবঙ্গবন্ধুবিএসএমএমইউ
Comments (0)
Add Comment