দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠায় রাইসি-পুতিনের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর জন্য সমর্থন প্রকাশ করেন। তাছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেছেন দুই নেতা। বুধবার (১৯ জানুয়ারি) দুই দিনের সফরে মস্কো পৌঁছান রাইসি। ২০১৭ সালের পর এই প্রথম ইরানের কোনো প্রেসিডেন্ট রাশিয়া সফর করলেন।

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে বলেন, আপনি শপথ নেওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তবে ফোনালাপ বা ভিডিও কনফারেন্স সরাসরি বৈঠকের বিকল্প হতে পারে না।

রাইসি বলেন, করোনা মহামারির মধ্যেও দুই দেশের বাণিজ্য ৬ শতাংশ বেড়েছে। নানা প্রকল্পে পারস্পারিক সহযোগিতা রয়েছে। দুই দেশের প্রচেষ্টায় সন্ত্রাসবাদ মোকাবিলায়ও সিরিয়াকে সহযোগিতা করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ৪০ বছরের বেশি সময় ধরে ইরান মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয় সে চেষ্টা চলছে। তবে নিষেধাজ্ঞা ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না। এর আগে ইরানের প্রেসিডেন্ট মস্কো পৌঁছলে রাশিয়ার জ্বালানিমন্ত্রী নিকোলাই শুলগিনুফ মস্কো বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ইরানের প্রেসিডেন্ট রুশ সংসদ দুমায় ভাষণ দেবেন বলেও জানা গেছে। দুই দেশের মধ্যে জ্বালানি ক্ষেত্রে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

ইবাংলা/ টিপি/ ২০জানুয়ারি, ২০২২

বৈঠক
Comments (0)
Add Comment