‘কল অব ডিউটি’ কিনে নিল মাইক্রোসফট

ইবাংলা ডেস্ক

৬৮.৭ বিলিয়ন মার্কিন ডলার খরচে ‘কল অব ডিউটি’ ভিডিওগেম নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’ কে কিনে নিল মাইক্রোসফট। গেম সেক্টরের এটাই সর্বকালের বৃহত্তম চুক্তি। ফলে এক্সবক্স নির্মাতা রাজস্বের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম গেমিং কোম্পানিতে পরিণত হচ্ছে।

মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার সত্য নাদেলা বলেন, বর্তমানে সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে বিনোদনের সবচেয়ে গতিশীল এবং উত্তেজনাপূর্ণ বিভাগ হলো গেমিং। মেটাভার্স প্ল্যাটফর্মের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গেমিং, এমনটাই মনে করছেন তিনি।

তিনি আরও জানান, কোভিড-১৯ মহামারি চলাকালীন ভিডিও গেমের চাহিদা অনেকটাই বেড়েছে। কারণ, ঘরে আটকে থাকা মানুষ নিজেদের বিনোদনের জন্য আরও বেশি বেশি করে গেম খেলছে।

অ্যাক্টিভিশন ব্লিজার্ডের কল অব ডিউটি এবং ওভারওয়াচের মতো গেম মাইক্রোসফটের এক্সবক্স গেমিং প্ল্যাটফর্মকে এগিয়ে দিতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তবে মাইক্রোসফটের অধিগ্রহণের পরও অ্যাক্টিভিশন ব্লিজার্ডের সিইও হিসেবে কাজ চালিয়ে যাবেন বর্তমান সিইও ববি কোটিক-ই।

গত সপ্তাহে, আরও এক জনপ্রিয় গেম ‘ফার্মভিল’র নির্মাতা সংস্থা জিঙ্গা-ও বিক্রির খবর এসেছিল। ভিডিওগেম সংস্থা টেক-টু ইন্টারেক্টিভ সফটওয়্যার ইনকর্পোরেশন জানিয়েছিল, ১১ বিলিয়ন মার্কিন ডলার নগদ-এবং-স্টক চুক্তিতে তারা জিঙ্গা সংস্থা কিনবে। এটিও গেম শিল্পে সর্বকালের অন্যতম বৃহত্তম অধিগ্রহণ হতে চলেছে।

ইবাংলা/ টিপি/ ২০জানুয়ারি, ২০২২

গেমস
Comments (0)
Add Comment