পল্লবী থানার ওসি’সহ ১৭ পুলিশের বিরুদ্ধে মামলা

ইবাংলা ডেস্ক

বসত ঘরে ঢুকে ভাঙচুরের অভিযোগে রাজধানীর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলামসহ ১৭ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে মো. পারভেজ আহম্মদ বাদী হয়ে এ মামলা করেন। এদিন আদালত মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন।

এ মামলার অপর আসামি হলেন: উপপরিদর্শক কাউসার মাহমুদ, জহির উদ্দিন আহমেদ, নূরে আলম সিদ্দিকী, মো. সজিব খান, মামুন কাজী, মিল্টন দত্ত, মহিদুল ইসলাম, পার্থ মল্লিক, পিন্টু কুমার, মো. শাহরিয়ার নাঈম রোমান, মোহাম্মদ মোরশেদ আলম, মো. আনোয়ার ইসলাম, মো. ফেরদৌস রহমান। এ ছাড়া সহকারী উপপরিদর্শক সোহেল মোহাম্মদ মহিউদ্দিন, হরিদাস রায়, মো. আকিজুল ইসলাম এবং সোর্স খোকনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ‘২০২১ সালের ১ নভেম্বর আসামি পারভেজ ইসলামসহ অন্যরা বাদীর ঘরের তালা ভেঙ্গে অভিযান পরিচালনা করেন। এরপর রাত ১ টায় বাসায় ফিরে বাদী দেখতে পান, তার বাসার সমস্ত ঘর এলোমেলো, ঘরের বিভিন্ন গোপন স্থানে থাকা মূল্যবান শাড়ি, টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এসময় আসামিরা বাসার সিসি ক্যামেরা ভাংচুর করে ছবি ধারণ যন্ত্র নিয়ে যায়। এতে বাদীর ১২ লাখ টাকার ক্ষতি হয়। বাসায় বাদী না থাকায় তার ভাই দুলারাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়। ‘

ইবাংলা/ এইচ/ ২১ জানুয়ারি, ২০২২

Comments (0)
Add Comment