রাত পোহালেই ব্রাজিল-আর্জেন্টিনার ইতিহাস খচিত লড়াই

ই-বাংলা খেলার ডেস্ক :

আর মত্র কয়েক ঘন্টা বাকি কোপা আমেরিকায় ফুটবল দুনিয়ায় লড়াই। এ লড়াইতে ইতিহাস গড়তে যাচ্ছে হাই ভোর্টেজ দ্বৈরথ ব্রাজিল-আর্জেন্টিরা মধ্যকার ফাইনাল খেলা চ্যাম্পিয়ন দল। রাত পোহালেই রচিত হবে ইতিহাস। হয়তো তা ৯০ মিনিটের বা তা থেকে কিছু বেশি। হয়তো টাইব্রেকারের রুদ্ধশ্বাস যুক্ত হবে সেই ইতিহাস।

কোপা আমেরিকার ফাইনালে স্বাগতি ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার নামতে আর বেশি দেরি নেই। ১৪ বছর পর দেখা হচ্ছে দুদলের। মেসির দিকে তাকিয়ে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ব্রাজিলিয়ানদের ভরসা নেইমার।

ম্যাচটি ঘিরে বাংলাদেশে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে টানটান উত্তেজনা। এ ম্যাচ দেখা মিস করবেন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শনিবার (১০ জুলাই) সকাল থেকেই ম্যাচটি কোথায় কখন অনুষ্ঠিত হবে খোঁজ নিচ্ছেন। বাংলাদেশ সময়ে কখন কোন চ্যানেলে দেখানো হবে ফুটবলের এই মহারণ তার খবর নিয়েছেন অনেকে।

বাংলাদেশ সময় রোববার (১১ জুলাই) সকাল ৬টায় এস্তাদিও দে মারাকানা স্টেডিয়ামে শুরু হবে এই খেলা। সুখবর হচ্ছে টিভিসেটে সামনে বসার সুযোগ নেই যাদের তারাও দেখতে পারবেন ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ।

কোপা আমেরিকার এই ফাইনাল কখন, কোথায় হবে, ও যেখানে, যেভাবে দেখবেন-তারিখ- ১১ জুলাই, রোববার। সময়- সকাল ৬টা (বাংলাদেশ সময়) ভেন্যু- এস্তাদিও দে মারাকানা। টিভিতে দেখবেন যে চ্যানেলে- সনি সিক্স, সনি টেন ২। অনলাইনে দেখবেন যেভাবে- টফি ও বঙ্গবিডি অ্যাপ। (এছাড়াও টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মেও খেলা দেখা যাবে)। সূত্র : দৈনিক যুগান্তর অনলাইন

ই-বাংলা/ আইএফ/ ১১ জুলাই, ২০২১

ইতিহাসখচিতব্রাজিল-আর্জেন্টিনারলড়াই
Comments (0)
Add Comment