ফেসবুকে ‘মারা’ গেলেন জায়েদ খান

সোশ্যাল মিডিয়া ডেস্ক

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে ‘মৃত’ দেখাল ফেসবুক। জায়েদ খানের ভেরিফায়েড অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দেয়া হয়। একদিন পরই অবশ্য তার অ্যাকাউন্টে লেখাটি আর দেখা যায়নি। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ ‘রিমেম্বারিং’ লেখাটি দেখায়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণায় ব্যস্ত এ অভিনেতা তাহলে কবে মারা গেলেন?

এ বিষয়ে জায়েদ খান মনে করছেন, কেউ রিপোর্ট করে এ কাজটি করেছে। গণমাধ্যমকে শিল্পী সমিতির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক বলেন, শুধু আমার নয়; মিশা সওদাগর ভাইয়ের আইডিতেও একই অবস্থা। আমাদের কারা টার্গেট করেছে, কেন করেছে কিছু জানি না। একটা বিব্রতকর অবস্থা।

আমি যাতে নির্বাচনী প্রচারণা না করতে পারি সেজন্য এ কাজটি করেছে। এ কাজটি শয়তানি করে করেছে। শুধু জায়েদই নয়, তসলিমা নাসরিন, মিশা সওদাগর, জিয়াউল পলাশের আইডিকেও ‘রিমেম্বারিং’ করে দিয়েছিল ফেসবুক। পরে তা সরিয়েও নেওয়া হয়।

ইবাংলা /  নাঈম/ ২৩ জানুয়ারি, ২০২২

চিত্রনায়কফেসবুকবাংলাদেশ
Comments (0)
Add Comment