বগুড়ার সান্তাহারে বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে রাসেল হোসেন নামের এক ব্যক্তির বসত বাড়ির একটি কক্ষের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট মহল্লায় ঘটনাটি ঘটে। এঘটনায় ওই বাড়ির মালিকের প্রায় ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট মহল্লায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে খুঁটিতে আগুন লেগে তারগুলো পুড়ে যায়। এরপর মূহুর্তের মধ্যে আগুন পাশের বাড়ি রাসেলের ঘরে ছড়িয়ে পড়লে ওই ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানিয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার জাহিদুল ইসলাম জানান, বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। অল্প সময়ে আগুন নিয়ন্ত্রনে আনার জন্য অন্য বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েনি। ফলে অল্পের জন্য রক্ষাপায় অন্য বিল্ডিংয়ের মানুষজন।
ইবাংলা /টিআর /২৩ জানুয়ারি