একদিনে শনাক্ত ১৫ হাজার ছুঁই ছুঁই

ইবাংলা ডেস্ক

বিশ্বমহামারি করোনায় দেশে একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ২৮ হাজার ২৩৮ জন। একই দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮২৮ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন।

সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল (২৩ জানুয়ারি) ১৪ জনের মৃত্যু এবং ৯ হাজার ৬১৪ জন রোগী শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৮০৭ জনের। এতে শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ।২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯৯৮ জন। মোট সুস্থ ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন।

মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৬ জন। ঢাকা বিভাগে মারা গেছেন ৬ জন। সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন মারা গেছেন। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মারা গেছেন একজন করে।

ইবাংলা/ ই/ ২৪ জানুয়ারি, ২০২২

মৃত্যু ১৫শনাক্ত ১৫হাজার
Comments (0)
Add Comment