জমিসহ ঘর পেলো ঠিকানা বিহীন ৯ পরিবার

সাইদুর রহমান তসলিম, নরসিংদী

মনোহরদীতে ঠিকানা বিহীন কতক পরিবারের ঠিকানা হলো। প্রধান মন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের জমিও ঘর পেয়ে মাথা গুজার ঠাঁই হলো ৯টি পরিবারের।

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুরের রামপুরে শনিবার (২৯ জানুয়ারি) প্রধান মন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর হলো এক অনাড়ম্বর অনুষ্ঠানের ভেতর দিয়ে।

স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে লটারীর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ৯টি পরিবারের ঠিকানা নির্ধারণ করা হয় এতে। জমিসহ তাদের সরকারী খরচে টিনশেড বিল্ডিং নির্মান করে দেয়া হয়েছে।

এ উপলক্ষে পশ্চিম রামপুরের প্রকল্পস্থলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এ এস এম কাসেম, সহকারী কমিশনার(ভূমি) জাকির হোসেন, খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান জামিল ও মনোহরদী প্রেসক্লাব সভাপতি শ্যামল মিত্র প্রমুখ বক্তব্য রাখেন।

ইবাংলা /এইচ/ ২৯ জানুয়ারি, ২০২২

জমিসহ ঘর
Comments (0)
Add Comment