‘দ্বি এমসিজে’ পত্রিকার মোড়ক উন্মোচন

আবু সাঈদ, কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগ দিবসেই উদ্বোধন হলো বিভাগের শিক্ষার্থীদের তৈরি ‘দ্বি এমসিজে’ পত্রিকা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিভাগের ৭ম বছরে পদার্পন দিবসে ২য় ব্যাচের চতুর্থ বর্ষের ১ম সেমিস্টারের ‘পেইজ মেকাপ এন্ড এডিটিং’ কোর্সের ব্যবহারিক অংশ হিসেবে ‘দ্বি এমসিজে’ নামফলকে এই পত্রিকার মোড়ক উম্মোচন হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল মাধ্যম গুগল মিটে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মোড়ক উম্মোচন সম্পন্ন হয়। ২য় ব্যাচের শিক্ষার্থী রাতুল পিউল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগটির বিভাগীয় প্রধান, কোর্সটির প্রশিক্ষক, বিভাগের শিক্ষকবৃন্দ, পত্রিকার প্রকাশক এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

কোর্সটির প্রশিক্ষক হিসেবে ছিলেন আজকের পত্রিকার সাংবাদিক সুপ্রিয় শিকদার। তিনি বলেন, ‘কোর্সের প্রশিক্ষক হিসেবে তোমাদেরকে কিছু শেখাতে পেরে আমি কৃতজ্ঞ। সবেচেয়ে কঠিন কাজ ছিল এই করোনা মহামারীতে ভার্চুয়ালি সবাইকে যুক্ত করা। আসলে এটা সম্ভব হয়েছে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের সহযোগিতায়।’

এসময় বিভাগটির বিভাগীয় প্রধান কাজী এম আনিছুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে গিয়ে যেন কোনো অসুবিধায় না পড়ে তার চেষ্টা করছি। তাদেরকে পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে শিখানোর চেষ্টা করছি। আর পত্রিকাটি বের করতে তাদের অনেক ডেডিকেশন দেখতে পেয়েছি।’

পত্রিকাটির সম্পাদক ২য় ব্যাচের শিক্ষার্থী মহিউদ্দিন মাহি এই কাজের অনুভূতি জানিয়ে বলেন, ‘আমি আমার শিক্ষক ও সহপাঠী প্রত্যেককেই এই পত্রিকার কাজের জন্য ধন্যবাদ জানাই। এই পত্রিকার প্রত্যেকটা হরফের সাথে আমার আবেগ জড়িত। আশা করি আমাদের কাজের মাধ্যমে নবীনরাও অনুপ্রাণিত হবে।’

এর আগেও এই কোর্সের অধীনেই প্রথমবারের মতো বিভাগটির প্রথম ব্যাচ ‘এমসিজে বার্তা’ নামে একটি পত্রিকা তৈরি করেছিল। করোনা মহামারীর প্রতিকূলতার কারনে পত্রিকাটির প্রকাশ সম্ভবপর হয়নি।

২০১৬ সালে একটি ব্যাচ এবং তিনজন মাত্র শিক্ষক নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৮ তম বিভাগ হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পদযাত্রা শুরু হয়। বর্তমানে মোট সাতজন শিক্ষক আছেন এই বিভাগে। যার মধ্যে দু’জন ইতোমধ্যে উচ্চতর শিক্ষা ও গবেষণা কাজে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও রাশিয়া অবস্থান করছেন।
অ্যাটাচমেন্ট এরিয়া

ইবাংলা/ ই/ ২ ফেব্রুয়ারি, ২০২২

উন্মোচনপত্রিকারমোড়ক
Comments (0)
Add Comment