পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সকল ধর্মের বিস্তার ও রক্ষায় আন্তরিক ও নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে ধর্ম বিস্তারে কাজ করছে। বান্দরবান জেলায় সকল ধর্মের বিস্তারে নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান শহরের ক্যাচিংঘাটা এলাকায় ক্যাচিংঘাটা জামে মসজিদ ও বৌদ্ধ শ্মশান উদ্বোধন উপলক্ষে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত ক্যাচিংঘাটা জামে মসজিদ ও ক্যাচিংঘাটা বৌদ্ধ শ্মশান উদ্বোধন করা হয়।
পরে ক্যাচিংঘাটার ব্যবসায়ী ওমর ফারুক এর ব্যক্তিগত উদ্যোগে এলাকায় গরীব অসহায়দের মাঝে ২শ ৫০টি কম্বল বিতরন করেন পাবত্যমন্ত্রী। পার্বত্য চট্টগ্রা মউন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের উপ সহকারী প্রকৌশলী মো. এরশাদ মিয়া জানান, ৪০ লাখ টাকা ব্যয়ে ক্যাচিংঘাটা জামে মসজিদ এবং ৫০ লাখ টাকা ব্যয়ে ক্যাচিংঘাটা বৌদ্ধ শ্মশান ঘর নির্মাণ করা হয়।
বীর বাহাদুর এমপি বক্তব্যে আরও বলেন, বান্দরবানের উন্নয়ন কার্যক্রমের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তাই বান্দরবান বাসীর চিন্তার কিছু নেই। বান্দরবানের সকল ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হবে।
পার্বত্য মন্ত্রী বলেন, বান্দরবানে মসজিদ, ক্যায়াং (বিহার), মন্দির, গির্জা, কবরস্তান, শ্মশান নির্মাণ করে সকল ধর্মের মানুষের ধর্মীয় কল্যাণের সহযোগিতা দিচ্ছে। তাই এখানে সাম্প্রদায়িক যে সম্প্রীতি বিরাজমানতা আগামীতেও বজায় রাখার জন্য মন্ত্রী সবার প্রতি আহবান জানান। পরে পার্বত্যমন্ত্রী ক্যাচিংঘাটা জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পাশ্ববর্তী ক্যাচিংঘাটা বৌদ্ধ শ্মশানঘর এর উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো.কুদ্দুস ফরাজী, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মামুনুর রশীদ।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, উপ-সহকারী প্রকৌশলী মো. এরশাদ মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইবাংলা/ ই/ ৩ ফেব্রুয়ারি