আরেক ধাপ বৃদ্ধি পেল এলপিজি গ্যাসের দাম

ইবাংলা ডেস্ক

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে, এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২৪০ টাকা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক ও মোহাম্মদ বজলুর রহমান। নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান।

অনুষ্ঠানে জানানো হয়, ফেব্রুয়ারি মাসে এলপিজির (১২ কেজি) দাম ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি, যা জানুয়ারি মাসে ছিল ১ হাজার ১৭৮ টাকা। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটার প্রতি ৫৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইবাংলা/ এইচ/ ৩ ফেব্রুয়ারি, ২০২২

এলপিজি গ্যাসের দামএলপিজি গ্যাসের দাম
Comments (0)
Add Comment