করোনায় আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ৯০৫২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়ালো ২৮ হাজার ৫২৪ জনে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৩৯ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে করোনা শনাক্ত হয় ৯ হাজার ৫২ জনের শরীরে। পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২২ দশমিক ৮৬ শতাংশ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় ৩৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছিল ২৮ হাজার ৪৯৪ জনে।

ঐ সময়ে সারাদেশের ৪৪ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৯৬ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদফতর।

ইবাংলা/ নাঈম/ ৪ফেব্রুয়ারি, ২০২২

আক্রান্তকরোনাস্বাস্থ্য অধিদফতর
Comments (0)
Add Comment