ইডেনে অনুষ্ঠিতিব্য ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের কোনো ম্যাচই সাধারণ দর্শকবৃন্দ মাঠে বসে দেখতে পারবেন না। শুক্রবার ভারতের সংবাদ সংস্থাকে এই বিষয় নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে একটুও আপস করতে চান না।
সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে সৌরভ বলেন, আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিতে চাই, আমরা ইডেন গার্ডেন্সে তিনটি টি-২০ ম্যাচের জন্য কোনো দর্শককে প্রবেশ করতে দিচ্ছি না। সাধারণ মানুষকে কোনো টিকিট দেওয়া হবে না। শুধুমাত্র সিএবি কর্তৃপক্ষ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অনুমতি দেওয়া হবে।
সৌরভ আরো বলেন, দর্শকদের প্রবেশের অনুমতি দিয়ে ক্রিকেটারদের সুরক্ষার সঙ্গে আপস করতে পারব না। আজীবন সদস্য বা সহযোগী সদস্যদের জন্য যে স্ট্যান্ড, সেখানেও কোনো টিকিট দেওয়া হবে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের ছাড়পত্র আমরা পেয়েছি। কিন্তু বিসিসিআই ক্রিকেটারদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না।
উল্লেখ্য, আহমেদাবাদে এক দিনের সিরিজ যে রুদ্ধ দ্বারে হবে, সে কথা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু ইডেনে ম্যাচের জন্য দেশটির রাজ্য সরকার ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়ে দেওয়ায় প্রশ্ন উঠেছিল, দুই সিরিজের জন্য দু’রকম ব্যবস্থা আদৌ বোর্ড করতে চাইছে কি না।
এর আগে জানা গিয়েছিল, সিএবি-র তরফে এরই মধ্যে টিকিট ছাপতে দেওয়া হয়েছে। কিন্তু শুক্রবার সৌরভের কথায় পরিষ্কার, সাধারণ মানুষ এবারের মত ম্যাচ দেখতে পারবেন না।গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচ আয়োজন করা হয়েছিল ইডেনে। সেই ম্যাচ দেখতে ৭০ শতাংশ দর্শক হাজির ছিলেন। ওই ম্যাচে সাধারণ মানুষকে বিভিন্ন জায়গায় কোভিডবিধি ভঙ্গ করতে দেখা গিয়েছিল।
ভারতে করোনা সংক্রমণ কমলেও এখনো তা লাখের উপরে। পাশাপাশি এক দিনের সিরিজ খেলার আগেই ভারতীয় দলের একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত। ফলে নতুন করে ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।
ইবাংলা/ নাঈম/ ৪ফেব্রুয়ারি, ২০২২