মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ জামান মিয়া

রাকিব হাসান, মাদারীপুর

বলা হয়ে থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষক হলো মেরুদণ্ড সচল-সুস্থ রাখার তথা মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা জ্ঞানের আলো দ্বারা যুগের সব অন্ধকার দূর করে মানুষের জন্য সভ্য পৃথিবী সৃজন করেন। মানুষের আর্থসামাজিক অগ্রগতি ও নৈতিক বিকাশ অব্যাহত রাখতে সমাজে শিক্ষকের গুরুত্ব অপরিসীম।

সঠিক শিক্ষাদানের মাধ্যমে শিক্ষকরা মানুষের ভেতর সত্যিকারের মানুষ সৃজন করেন। তাই শিক্ষককে বলা হয় সন্তানের দ্বিতীয় জন্মদাতা। সত্যি তো, জন্মদাতা পিতা শুধু জন্ম দিয়েই থাকেন; কিন্তু তাকে সত্যিকার মানুষরূপে গড়ে তোলেন তার শিক্ষক। জ্ঞান বা বিদ্যার্জনের জন্য শিক্ষকদের ভূমিকাকে দ্বিতীয় জন্মদাতার সঙ্গে তুলনা করে শাহ মুহম্মদ সগীর কবিতার ছন্দে লিখেছেন,

‘ওস্তাদে প্রণাম করো পিতা হস্তে বাড়,

দোসর জনম দিলা তিঁহ সে আহ্মার। আর সেই আলোর পিন্ড ছড়িয়েছেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যাপক মোঃ জামান মিয়া ।তিনি দীর্ঘদিন যাবত রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কলেজে শিক্ষার্থীদের পাঠদান করেছেন সম্মানের সাথে।তার কৃতিত্ব কলেজে অনেক।এবং সকল শিক্ষার্থীদের আস্থাভাজন তিনি যেকোনো শিক্ষার্থী কোন সমস্যায় পড়লেই ছুটে যান তিনি। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে অধ্যক্ষ হয়েছেন।

উল্লেখ, মাদারীপুর সরকারি কলেজ এর পূর্বে নাম ছিলো সরকারি নাজিমউদ্দিন কলেজ। মাদারীপুর জেলার একটি ঐতিহ্যবাহী সরকারি স্নাতক কলেজ।এ কলেজটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়ছে।

মাদারীপুরবাসীর দাবির প্রেক্ষিতে সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খানের তৎপরতায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিক্রমে কলেজটির নাম সরকারি নাজিমউদ্দিন কলেজ থেকে মাদারীপুর সরকারি কলেজ করা হয়েছে।

ইবাংলা/ ই/ ৫ ফেব্রুয়ারি,২০২২

অধ্যক্ষমাদারীপুরসরকারি
Comments (0)
Add Comment