সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে আবু মহসিন খান নামে এক ব্যবসায়ীর আত্মহত্যার ২৫০টি লিঙ্ক অপসারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত লিঙ্ক অপসারণের তথ্য নিশ্চিত করেন বিটিআরসি কর্তৃপক্ষ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব। এর আগে ফেসবুক লাইভে আত্মহত্যার ভিডিও সরানোর নির্দেশ দেন হাইকোর্ট।
আইনজীবী এ কে এম ফয়েজ বলেন, ফেসবুক-ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই ভিডিও অপসারণ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব, তথ্যসচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ বিবাদীদের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে ধানমন্ডি ৭ নম্বর সড়কে নিজ ফ্ল্যাটে ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন আবু মহসিন খান। এ ঘটনার ভিডিও দ্রুতই ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাতেই ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আবু মহসিন খান চিত্রনায়ক রিয়াজের শ্বশুর।
ইবাংলা/এইচ/ ৫ ফেব্রুয়ারি, ২০২২