বালুঘাট দখল নিয়ে সংঘর্ষে সাড়ে ৮’শ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে বালু মহাল দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাড়ে ৮শ জনের নামে মামলা করেছে পুলিশ। গামে পুরুষশূন্য হয়ে পড়েছে। ভূঞাপুর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮০০ জনের নামে এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় বালু মহাল দখল করতে যায় সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকার ও তার লোকজন। খবর পেয়ে বাধা দেয় বর্তমান নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বহিষ্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদের সমর্থকরা।

এ সময় পুলিশের উপস্থিতিতেই দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে দুইপক্ষের লোকজনদের ছত্রভঙ্গ করে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, বালুর ঘাট দখল নিতে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্রসহ সেখানে পিস্তল ব্যবহার করা হয়। সংঘর্ষ চলাকালীন একপক্ষ থেকে ৪ রাউন্ড গুলি করা হয়। এতে সেখানকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে ছিল।

ভূঞাপুর থানার ওসি মো. আব্দুল ওহাব জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইপক্ষের ৫৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৮০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের সময় গুলি করার কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্ত হচ্ছে। সংঘর্ষের সময়ের ভিডিও দেখে আসামি শনাক্ত করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় বালুঘাট ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইবাংলা/ টিপি/ ০৬ ফেব্রুয়ারি, ২০২২

বালুঘাট দখলমামলাসংঘর্ষ
Comments (0)
Add Comment