বাংলাদেশকে ২০০টি তৈরি ট্রাক দিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশকে ২০০টি তৈরি ট্রাক দিচ্ছে ভারতীয় গাড়ি নির্মাতা অশোক লেল্যান্ড। এরই মধ্যে ১৩৫টি ট্রাক পাঠানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুত ২০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তার আওতায় সেগুলো পাঠানো হচ্ছে বলে জানিয়েছে অশোক লেল্যান্ড কর্তৃপক্ষ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারা বলেছে, থ্রিটি, হাইড্রোলিক বিম লিফটার ও স্যুয়ারেজ সাকার মিলিয়ে মোট ১৩৫টি তৈরি ট্রাকের জন্য বাংলাদেশ সরকারের দেওয়া দরপত্র জিতেছিল অশোক লেল্যান্ড। সেগুলো এরই মধ্যে বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

অশোক লেল্যান্ড বলেছে, বাংলাদেশ আমাদের প্রধান রপ্তানি বাজারগুলোর মধ্যে অন্যতম। এসব ট্রাক সরবরাহ দেশটিতে আমাদের অবস্থান আরও সুদৃঢ় করবে। বিবৃতিতে প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল অপারেশন প্রধান আমানদ্বীপ সিং বলেন, আমরা বিদেশি বাজারে, বিশেষ করে সার্ক, জিসিসি ও আফ্রিকায় ব্যবসা এবং পদচিহ্ন বাড়ানোর পরিকল্পনা করছি। শুধু ভারতীয় বাজারে থেকে ঝুঁকিতে পড়ার বদলে রপ্তানিতে জোর দেওয়া হচ্ছে।

ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, বাংলাদেশের বাজারে অন্যতম শীর্ষস্থানীয় গাড়ির ব্র্যান্ড হয়ে উঠেছে অশোক লেল্যান্ড। এ দেশে তাদের ৫০টির বেশি টাচপয়েন্ট রয়েছে।

ইবাংলা/ টিপি/ ০৭ ফেব্রুয়ারি, ২০২২

ট্রাকভারত
Comments (0)
Add Comment