মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা ২১

আন্তর্জাতিক ডেস্ক

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২১ হয়েছে। বাড়িঘর হারিয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড় আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দেশটি। ভেঙে পড়েছে ১৪ হাজারের বেশি বাড়িঘর।

ধংসস্তুপ থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শত শত ঘরবাড়ি। এ ছাড়াও রাস্তাঘাট ও বেশ কয়েকটি ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে।

ধংস হয়ে গেছে ২ শতাধিক স্কুল ভবন। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে এখনো কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তীব্র খরায় মারত্মক খাদ্য সংকটে ভোগার পর ঘূর্ণিঝড়ে বেশিরভাগ ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে শঙ্কা জানিয়েছে জাতিসংঘ।

ইবাংলা/ টিপি/ ০৮ ফেব্রুয়ারি, ২০২২

ঘূর্ণিঝড়মাদাগাস্কার
Comments (0)
Add Comment