মধুপুর প্রেসক্লাবের উন্নয়নে উপজেলা চেয়ারম্যানের ৫ লাখ টাকার অনুদান ঘোষণা

হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল)

মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু মধুপুর প্রেসক্লাবের উন্নয়নের জন্য ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশকে ভালোবাসতে হবে। সবাই মিলে মিশে আমাদের মধুপুরকে ভালোবেসে উন্নতির দিকে ধাবিত করার জন্য কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এ প্রেসক্লাবের জায়গা আমরা দিয়েছি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি এ প্রেসক্লাবের উন্নয়ন ও সার্বিক সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।

এ সময় তিনি মধুপুর প্রেসক্লাবের উন্নয়নের জন্য ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন এবং প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের জন্য একটি ওয়াশরুম করে দিবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি উপজেলা পরিষদের উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে যুগান্তরের ২৩ বছর পূর্তি উপলক্ষ্যে মধুপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এসব কথা বলেন।

মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। যুগান্তরের মধুপুর প্রতিনিধি এসএম শহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক আনোয়ার সাদাৎ ইমরান, মেজবাহ উদ্দিন আহম্মেদ, আব্দুল লতিফ প্রমুখ।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান ও যুগান্তরের ২৩ বছর পূর্তিতে কেক কাটেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু । অনুষ্ঠানে মধুপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

ইবাংলা/ এইচ/ ৯ ফেব্রুয়ারি, ২০২২

মধুপুর প্রেসক্লাব
Comments (0)
Add Comment