কাপাসিয়ার খামারে অগ্নিদগ্ধ, দগ্ধ ১

সাইদুর রহমান তসলিম, নরসিংদী :

নরসিংদীর সীমান্তবর্তী গাজীপুর জেলার কাপাসিয়ার একটি খামারে অগ্নিদগ্ধে ১০ টি গরু ছাগলের মৃত্যু ঘটেছে।গো সম্পদ বাঁচাতে গিয়ে খামার মালিক অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন।

কাপাসিয়ার চর সনমানিয়া গ্রামের মুকুল ও বকুল নামের দু’ভাইয়ের পারিবারিক গরু ছাগলের খামারে গতকাল বুধবার রাত ৯ টার দিকে আকস্মিক একটি অগ্নিকান্ড ঘটে। খামার মালিক মুকুল (৫১) জানিয়েছেন, রাতে নিজ বাড়ীর খামার সংলগ্ন বসত ঘরে এশার নামাজ পড়ছিলেন তিনি।

এ সময় তার স্ত্রীর চিৎকারে বাইরে বেরিয়ে তিনি খামারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন । তার চিৎকারে আশেপাশের লোকজনও ছুটে আসেন। কিন্তু ততোক্ষনে তার ও তার ভাই বকুলের সব শেষ। তিনি জানান, আগুনে তার ৩টি গরু,১টি গর্ভবতী ছাগল ও ১টি ভেড়ার মৃত্যু ঘটেছে।তিনি নিজে অগ্নিদগ্ধ হয়ে তার ৩ টি গরু বাঁচাতে সম্ভব হয়েছেন।

অগ্নিদগ্ধে আহত একটি গরু পরে জবাই করে ফেলতে হয়েছে।প্রতিবেশী মাজহারসহ ঘটনাস্থলে উপস্থিত অন্যরা জানান,খামারের আগুনে মুকুলের ভাই বকুলের ৫ টি গরু অগ্নিদগ্ধে মারা গেছে। খামার মালিক মুকুল অগ্নিদগ্ধ হয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ীতে শয্যাশায়ী আছেন।

সরেজমিনে গিয়ে অপর খামারী বকুলকে বিছানায় অচেতন পড়ে থাকতে দেখা গেছে। উপস্থিত লোকজন জানান,অগ্নিকান্ডে তাদের কমপক্ষে ১০/১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঘটেছে।সনমানিয়া ইউপি মেম্বার মোবারক হোসেন মোল্লা জানান,অগ্নিকান্ডের কারন এখনো জানা যায়নি।

ইবাংলা/ ই/ ১০ ফেব্রুয়ারি,২০২২

অগ্নিদগ্ধখামারে
Comments (0)
Add Comment