১৫০০ সাদা মাস্ক দিয়ে ফ্লোরটাচ গাউন তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন মার্কিন ডিজাইনার টম সিলভারউড। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই ভাইরাল হয়ে গেছে।
গাউনটি পরে ছবি তুলেছেন মডেল জেমিমা হামব্রো। লন্ডনের বিখ্যাত সেন্ট পল ক্যাথেড্রালের কাছে তোলা হয়েছে তার ছবি।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, হিচড নামের একটি ওয়েডিং প্ল্যানার ওয়েবসাইটের প্রস্তাবে অমন পোশাক বানিয়েছেন টম সিলভারউড।
সম্প্রতি লন্ডনে বিয়ের অনুষ্ঠানের ওপর থেকে করোনা প্রতিরোধ সংক্রান্ত নিষেধাজ্ঞা উঠে গেছে। সেই নিষেধাজ্ঞা ওঠার প্রথম দিনেই লন্ডনের সেন্ট পল ক্যাথেড্রাল চার্চে যে বিয়ের অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানের কনেও পরেছেন এই মাস্কের তৈরি গাউন।
হিচডের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন ১০ কোটির বেশি মাস্ক ব্রিটেনে বাতিল করা হয়। সেই মাস্ক থেকে যদি এমন কিছু সৃষ্টি করা যায়, তাহলে দূষণ অনেকটাই কমে।
সম্পাদক সারাহ আল্যার্ড বলেন, ‘ব্রিটেনে বিয়ের অনুষ্ঠান ফের শুরু হওয়ায় আমরা ভীষণ খুশি। এই গ্রীষ্মে হাজার খানেক বিয়ের অনুষ্ঠান হবে। যুগলের জন্য আবারও ভাল সময় ফিরে এসেছে।’