৪৯০ ফাঁকা আসনে জবিতে ভর্তির শেষ পদক্ষেপ

রিসাত রহমান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে A,B এবং C ইউনিটে ৭ম মেধা তালিকা থেকে ভর্তির পর বিভিন্ন বিভাগে বিদ্যমান শূন্য আসনে পূরণের লক্ষ্যে একটি সাক্ষাৎকার আহ্বান করা হয়েছে।

সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে আসন শূন্য থাকা সাপেক্ষে বিষয় বরাদ্দ দেওয়া হবে। সাক্ষাৎকারের বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের কোনো মাইগ্রেশনের সুযোগ পাবে না। সাক্ষাৎকারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ তালিকা ২২/০২/২০২২ তারিখ প্রকাশ করা হবে। এরপরে ২৩/০২/২০২২ হতে ২৪/০২/২০২২ বিকাল ৪টার মধ্যে ভর্তি ফিস ও কাগজপত্র মনোনীত বিভাগে জমা দিতে হবে।

সাক্ষাৎকারের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে ১৪, ১৫ ও ১৬ তারিখে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। এছাড়া ইউনিট B ১৪ ১৫ ও ইউনিট C ১৪ তারিখে মনোনীত শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে।

ইউনিট A বিজ্ঞান বিভাগ থেকে ৪৫৩৩ থেকে ৭৫০০ মেধাক্রমের শিক্ষার্থীরা, ইউনিট B কলা অনুষদ থেকে ১৮৭৯ থেকে ২৫০০ ও ইউনিট C বানিজ্য বিভাগ থেকে ১২৪৭-২০০০ মেধাক্রমের শিক্ষার্থীরা সাক্ষাৎকারের জন্য মনোনীত হয়েছে।

যে সকল শিক্ষার্থী ১ম হতে ৭ম মেধাতালিকায় বিষয় বরাদ্দ পেয়ে ও যেসব শিক্ষার্থী ভর্তি হতে পারেনি তারা সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য ইউনিট A তথা বিজ্ঞান বিভাগে মোট শূন্য আসন ১৬৯ টি, ইউনিট-B কলা অনুষদের ২৮৪ টি ও ইউনিট-C বাণিজ্য বিভাগে মোট শূন্য আসন রয়েছে ৩৭ টি।

ইবাংলা/ এইচ/ ১০ ফেব্রুয়ারি, ২০২২

ভর্তির শেষ পদক্ষেপ
Comments (0)
Add Comment