১৮ কোটি মানুষ বিদ্যুতের আওতায় আসার মুহূর্তটি আনন্দের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যুৎ খাতের অর্জন ও খাতের সমালোচনাকে গৌণ করে দিয়েছ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।শুক্রবার (১১ ফেব্রুয়ারি) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ‘জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন’ শীর্ষক ২ দিনব্যাপী বাপা-বেন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ খাতকে গত কয়েক বছরের বহুল আলোচিত বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৮ কোটি মানুষ বিদ্যুতের আওতায় আসার মুহূর্তটি খুবই আনন্দের। এই ধরনের সাফল্য বিদ্যুৎ খাতের সমালোচনাকে গৌণ করে দিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, দেশের নীতি প্রণয়নে বিদেশি নির্ভরতা আসে বিদেশি দখলদারিত্ব থেকে। গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছি। সভাপতির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সুলতানা কামাল বলেন, তারা সরকার প্রধানের অনেক উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, আমাদের উন্নয়ন দরকার। প্রায় সব মানুষই বিদ্যুতের আওতায় এসেছে, এটি নিয়ে আমরাও গর্বিত। কিন্তু একইসঙ্গে আমাদের বিবেচনা করতে হবে কীসের বিনিময়ে এটি হচ্ছে।রামপাল বিদ্যুৎকেন্দ্রের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা এই বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত জটিলতা সম্পর্কে ১৩টি আন্তর্জাতিক মানের থিসিস জমা দিয়েছিলেন। কিন্তু সেগুলোর কোনোটিই শোনা বা বিবেচনা করা হয়নি।

অনুষ্ঠানে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম, বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল।

ইবাংলা/ নাঈম/ ১১ ফেব্রুয়ারি, ২০২২

বিদ্যুৎ খাতবিশ্ববিদ্যালয়মুহূর্তটি আনন্দের
Comments (0)
Add Comment