ওয়াসির নামে স্থাপনা চায় জবি ছাত্রলীগ

রিসাত রহমান, জবি প্রতিনিধি

২০ আগস্ট ২০১৯ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে স্লোগানরত অবস্থায় হিটস্ট্রোকে মৃত্যু বরণ করা ছাত্রলীগ কর্মী সুলতান মোহাম্মাদ ওয়াসি’র পরিবারের সাথে শক্রবার (১১ ফেব্রুয়ারী ২০২২) সৌজন্য সাক্ষাৎ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী ও বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম আক্তার হুসাইন।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধ্যমতো সবসময় ওয়াসি’র পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।

সুলতান মোহাম্মদ ওয়াসির নাম চিরস্মরণীয় করে রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি স্থাপনা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।

সুলতান মোহাম্মদ ওয়াসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছাত্রলীগের সম্মেলনে স্লোগানরত অবস্থায় হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেন।

ইবাংলা/ নাঈম/ ১১ ফেব্রুয়ারি, ২০২২

ছাত্রলীগবিশ্ববিদ্যালয়সৌজন্য সাক্ষাৎ
Comments (0)
Add Comment