ইবির চতুর্থ মেধাতালিকা প্রকাশ হবে আজ

আর এম রিফাত, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের চতুর্থ মেধা তালিকা আজ রাত ১২টার পরে প্রকাশিত হবে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। এ মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

জানা যায়, সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের ২৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে কোনো যৌক্তিক কারণে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে না পারলে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ থাকবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষেও তিন ইউনিটে মোট ২ হাজার ৯৫টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৮২৫ জন। ফলে এখনো বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২৭০ আসন খালি রয়েছে। যা মোট আসনের ৬১ শতাংশ।ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd.com) থেকে জানা যাবে।

ইবাংলা/এইচ/ ১৪ ফেব্রুয়ারি, ২০২২

মেধাতালিকা
Comments (0)
Add Comment