গণপরিবহণে ৬০ শতাংশের চেয়েও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস বিস্তার রোধে আরোপিত কঠোর বিধিনিষেধ শিথিল করায় রাজধানীতে চলছে গণপরিবহণ। নানান গন্তব্যে চলেছে দূরপাল্লার বাস। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে নেয়া হচ্ছে যাত্রী। তবে নির্ধারিত ৬০ শতাংশের চেয়ে বেশি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

চলমান বিধিনিষেধ শিথিল করায় বৃহস্পতিবার (১৫ জুলাই) রাস্তায় নেমেছে সব ধরনের পরিবহণ। বেড়েছে যানজটও। কঠোর বিধিনিষেধের কারণে যারা এতদিন গ্রামের বাড়িতে যেতে পারেনি, তারাও ভিড় জমাচ্ছেন কাউন্টারে।

এক যাত্রী বলেন, কোন কাউন্টারে টিকিট পাচ্ছিনা, সবই নাকি বুকড হয়ে গেছে। খুবই খারাপ অবস্থা টিকিট নাই। আরও এক যাত্রী বলেন, গতকাল আমি টিকিট কনফার্ম করেছি সহজ ডট কমের মাধ্যমে। আমার কাছে সব ম্যাসেজ আছে। ওরা বলছে টিকিট নাকি ক্যানসেল হয়ে গেছে।

যাত্রীদের অনেকেই অতিরিক্ত ভাড়া নেয়ার কথা বলছেন। যদিও পরিবহণ সংশ্লিষ্টরা বিষয়টি অস্বীকার করছেন। এক নারী বলেন, ভাড়া ৬০ শতাংশ বেশি নেয়ার কথা থাকলেও ওরা ডাবল নিচ্ছে। এক যাত্রী জানান, টিকিট পেলাম কিন্তু বেশি নিলো। সাড়ে ৪শ’ টাকার টিকিট ১২০০ নিলো।
টিকিট কাউন্টারে এক কর্মকর্তা বলেন, এখনো কোন চার্ট আসেনি। ৬০ ভাগ রাখবো নাকি বেশ রাখবো।

আরও এক টিকিট কাউন্টারের টিকিট কর্মকর্তা বলেন, রাস্তায় প্রচুর জ্যাম। শিডিউল গাড়িগুলো কেউ দিতে পারছেনা। এই কারণে প্যাসেঞ্জারের খুব চাপ। দূরপাল্লার বাসগুলো স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা, সেজন্য নিয়মিত কাজের অংশ গাবতলী বাসস্ট্যান্ডে বাসগুলো তদারকি করছে ভ্রাম্যমাণ আদালত।

ই-বাংলা/ আইএফ/ ১৫ জুলাই, ২০২১

অতিরিক্তঅভিযোগনেওয়ারভাড়া
Comments (0)
Add Comment