মধুপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

“পুষ্টি মেধা দারিদ্র বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শনীর আয়োজন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী-২২ কর্মসুচী পালিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ প্রদর্শনী উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হারুনর রশিদ,

এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠিনা নকরেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, অরণখোলা ইউপি চেয়ারম্যান আ: রহিম ও আলোকদিয়া ইউপি চেয়ারম্যন আবু সাইদ খান সিদ্দিক উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ২৫ স্টল অংশ নেয়। অংশগ্রহণকারীদের মাঝে ৭ ক্যাটাগরিতে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইবাংলা/ ই/ ১৬ ফেব্রুয়ারি, ২০২২

প্রদর্শনীপ্রাণিসম্পদমধুপুরে
Comments (0)
Add Comment