স্ত্রীর মুখে বিষ দিয়ে হত্যার অভিযোগ

গোলাম কিবরিয়া, বরগুনা

বরগুনা সদর উপজেলায় পরকীয়ার কাহিনি নিয়ে কলহের জেরে সালমা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। অপরদিকে অভিযুক্ত স্বামী ফারুক আকনের দাবি তার স্ত্রী ছারপোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামে এঘটনা ঘটেছে। স্বামী ফারুক আকন একই এলাকার হামেদ আকনের ছেলে।

নিহত সালমার মেয়ে সুমাইয়া ও নাবিলা বলেন, দুপুরে মা চাল ভাজছিল। বাবা এসে মাকে গালাগাল করে মারধর শুরু করে। আমরা ভয়ে ঘরের বাইরে চলে যাই। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে মৃত সালমা বেগমের মা বিলকিস বেগম ও বাবা মোকলেস মিয়া বলেন, যৌতুকের দাবিতে সালমাকে প্রায়ই নির্যাতন করতো ফারুক। কিছুদিন আগেও তিন লক্ষ টাকা দিয়েছি। তারপরও সে যৌতুক দাবি করে নির্যাতন করে আসছিল।

সে সালমাকে মারধর করে আহত করে এবং বিষ খাওয়ায়। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সালমা মারা যায়। আমরা খবর পেয়ে হাসপাতালে এসে মেয়ের মৃতদেহ দেখতে পাই।

অন্যদিকে, সালমার স্বামী ফারুক বলেন, সালমা সবসময় আমাকে পরকীয়ার সন্দেহ করতো। এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চড় থাপ্পড় দিয়েছিলাম। এতে সে ঘরে থাকা ছারপোকা মারার ওষুধ সেবন করে। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তার মৃত্যু হয়।

বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য জানান, হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ বলেন, নিহত সালমার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।

ইবাংলা/ ই/ ১৭ ফেব্রুয়ারি, ২০২২

অভিযোগবিষহত্যার
Comments (0)
Add Comment