২০২৩ সাল থেকে স্কুলে সাপ্তাহিক ছুটি দুই দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৩ সাল থেকে দেশের সব স্কুলে সাপ্তাহিক ছুটি দুই দিন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনে এক পাঠ্যপুস্তক বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ২০২৩ সাল থেকে প্রাথমিকসহ সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে দুইদিন করে। পাশাপাশি নতুন কারিকুলামে যারা যুক্ত হচ্ছেন তারা এখন থেকেই সপ্তাহে দুইদিন ছুটি পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি ছুটি সপ্তাহে দুই দিন থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুধু মাত্র একদিন। এই ছুটি বাড়াতে প্রস্তাব করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রস্তাবে বলা হয়, ছুটি বাড়ালেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে কোনো ক্ষতি হবে না। ২০২০ সালে এই প্রস্তাবে অনুমোদন দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়।

এনসিটিবি সূত্রে জানা গেছে, দুই দিন ছুটি থাকলেও শিক্ষার্থীদের বাসার যে কাজ দেওয়া হয়, তাতে তা লার্নিং আওয়ার কমবে না। আন্তর্জাতিক মান বজায় রেখেই এই প্রস্তাব করা হয়।

ইবাংলা/ নাঈম/ ১৯ ফেব্রুয়ারি, ২০২২

আন্তর্জাতিকপাঠ্যপুস্তকশিক্ষার্থী
Comments (0)
Add Comment