আল্পনায় সেজেছে ইবি ক্যাম্পাস

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক প্রবেশ করতেই দেখা যাচ্ছে একদল শিক্ষার্থী রংতুলিতে ব্যস্ত সময় পার করছে। ভিতরের প্রবেশের পর চোখ মেলে তাকাতেই মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যালের পাদদেশ, শহীদ মিনার ও স্মৃতিসৌধ সংলগ্ন রাস্তায় দৃষ্টি দিলেই চোখে পড়ছে নানা রংয়ের আল্পনার সাঁঝ।

লাল, সাদা, নীল, হলুদ ইত্যাদি রংয়ের সংমিশ্রণে আল্পনায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ক্যাম্পাসের। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এমনই আয়োজন করেছে বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগ। আল্পনার পাশাপাশি রাস্তার দুধারে প্রস্তুত করা হয়েছে আলোকসজ্জার।

একুশ তারিখের প্রথম প্রহরে ফুল দিতে ব্যস্ত হয়ে পড়বেন বিশ^বিদ্যালয় প্রশাসন ও হল গুলো থেকে আগত শিক্ষার্থীরা। একে একে সকলে ভাষা শহীদদের জানাবেন শ্রদ্ধা নিবেদন করবেন।

মাতৃভাষা দিবস উপলক্ষে এমন আয়োজন করতে পেরে আনন্দপ্রকাশ করে চারুকলা বিভাগের শিক্ষার্থী নাইম হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। মাতৃভাষা দিবসে বিভাগের স্যারদের সহায়তায় আমরা ক্যাম্পাস সাজানোর চেষ্টা করেছি। সামনের দিনগুলোতে আমরা আরো সুন্দরকিছু দিবো এই প্রত্যাশা রাখি।’

বিভাগের শিক্ষক রায়হান ইসলাম ফকির বলেন, ‘সুনিপুণভাবে রংতুলির আঁচড়ে ক্যাম্পাসে সৌন্দর্যবৃদ্ধির সামন্য প্রয়াস। ইবি ক্যাম্পাসে চারুকলা বিভাগ নতুন হওয়ায় বিভাগের পক্ষ থেকে প্রথম আমাদের এই আয়োজন। সামনের উৎসবমুখর দিনগুলোতে নতুন কিছু উপহার দিবো। বিশ^বিদ্যালয় প্রশাসনের সহায়তা পেলে চারুকলা বিভাগ ক্যাম্পাসে নানা সৌন্দর্য নিয়ে আসবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শহীদ দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। চারুকলা বিভাগ আল্পনার কাজ করেছে এবং এস্টেট অফিস লাইটিংয়ের কাজ সম্পন্ন করেছে। আশা করছি সুন্দরভাবে দিবসটি পালন করতে পারবো। দিবসটি উদযাপনে সকলের সহযোগীতা কামনা করছি।’

ইবাংলা/ ই/ ২০ ফেব্রুয়ারি, ২০২২

আল্পনায়ইবিক্যাম্পাস
Comments (0)
Add Comment