চট্টগ্রামে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারি আফগানিস্তান। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি এই সিদ্ধান্ত নেন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল।
এশিয়ার এই দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। গ্যালারিতে বসে ৪ হাজার দর্শক সমর্থক খেলা দেখার সুযোগ পাবেন।
ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজটিতে পূর্ণ ৩০ পয়েন্টে চোখ থাকবে বাংলাদেশ দলের। ওয়ানডে সেরা ছন্দে থাকার আত্মবিশ্বাস নিয়েই আফগানদের বিপক্ষে খেলতে নামছে অধিনায়ক তামিম ইকবালের দল। এই সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মোট তিনটা ওয়ানডে খেলবে টাইগাররা। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে।
পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে ৮ ম্যাচে ৫ জয় টাইগারদের। আফগানদের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি এসেছে ১৪১ রানের। ২০১৬ সালের ওই সিরিজের তৃতীয় ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরিতে টাইগাররা ২৭৯ রান তুলেছিল। জবাবে মোশাররফ রুবেলের ঘূর্ণিতে আফগানরা মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায়।
এছাড়া ২০১৮ এশিয়া কাপের দ্বিতীয় দেখায় ১৩৬ রান আর ২০১৫ বিশ্বকাপে ১০৫ রানে আফগানদের হারিয়েছিল টাইগাররা। ২০১৯ বিশ্বকাপে সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশ ৬২ রানে উড়িয়ে দিয়েছিল আফগানদের।
তবে, এবার লড়াইয়ের আগে স্বাগতিকদের ভয়ের কারণ ও দুঃস্মৃতি হয়ে আছে চট্টগ্রামে ২০১৯ সালে একমাত্র টেস্ট হার এবং রশিদ খানের অভাবনীয় পারফরম্যান্স।
বাংলাদেশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান
রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই ও ফজল হক ফারুকি।
ইবাংলা/ জেএন/ ২৩ ফেব্রুয়ারি,২০২২