ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযান চালানোর ঘোষণার পরপিই ইউক্রেনের বিভিন্ন স্থাপনা এবং সীমান্তরক্ষী বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। তারা দেশের বিভিন্ন স্থাপনা এবং সীমান্তরক্ষী বাহিনীদের বিভিন্ন স্থাপনাকে টার্গেট করছে। দেশের বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের খবর আসছে।

এদিকে রাজধানী কিয়েভের আকাশ সীমায় রেড এলার্ট জারি করে সাইরেন বাজিয়ে বিপদ সংকেত জানিয়ে দেয়া হচ্ছে। এছাড়া, দেশটির বিভিন্ন শহরের স্কুল-কলেজ বন্ধসহ সবাইকে কাজে যাওয়া থেকে বিরত থাকারও নির্দেশ দিচ্ছে ইউক্রেন।

ইতিমধ্যে এক ভিডিও বার্তায় ইউক্রেনে সামরিক শাসন জারি করেছে প্রেসিডেন্ট জেলেনস্কি। এ সময় তিনি দেশের সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি, আমাদের সেনাবাহিনী কাজ করছে। এরই মধ্যে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের দেশের জন্য আন্তার্জাতিক সহায়তার বিষয়ে কাজ করছেন।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অনেক শক্ত। যেকোনো পরিস্থিতির জন্য আমরা তৈরি। আমরা সবার ওপরেই বিজয় লাভ করব, কারণ আমরা ইউক্রেনিয়ান।’ এসময় আতঙ্কগ্রস্থ না হয়ে সবাইকে শান্ত থাকারও আহ্বান জানান তিনি।

এর আগে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির দোনেৎস্ক অঞ্চলের কামাটরস্কে বেশ কয়েকটি বিষ্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়াও উত্তর ইউক্রেনের কারকিভ, দক্ষিণের ওদিশা এবং পশ্চিম দোনেৎস্কের ওব্লাস্ট এলাকাতেও বিস্ফোরণ হচ্ছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

ইবাংলা/ ই/ ২৪ ফেব্রুয়ারি, ২০২২

ইউক্রেনেক্ষেপণাস্ত্রহামলা
Comments (0)
Add Comment