শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি বাতিল, লক্ষ্মীপুরে অর্থ বিনিময়ের অভিযোগ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরসহ সারাদেশে জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শ্রমিক লীগের দফতর সম্পাদক এটিএম ফজলুল হক দলীয় প্যাডে লিখিত আকারে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেদিন আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে গত ৩ ফেব্রুয়ারি জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

এবিষেয়ে জানতে চাইলে কেন্দ্রীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক বলেন, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিক লীগের সকল আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে।

পূর্বে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ সভায় দেশের যেসব জেলায় আহ্বায়ক কমিটি রয়েছে সবগুলো কমিটি বাতিল করা হয়েছে। সংগঠনকে গতিশীল করতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে কার্যকরী ভূমিকা রাখতে বলা হয়েছে। বৈঠকে আহ্বায়ক কমিটি বাতিলের চিঠিতে কেন্দ্রীয় কমিটির ২৮ নেতা স্বাক্ষর করেছেন।

বিলুপ্ত লক্ষ্মীপুর কমিটির আহ্বায়ক ছিলেন ইউছুফ পাটওয়ারী, সদস্য সচিব বেলাল হোসেন ক্বারী ও যুগ্ম-আহ্বায়ক শফিউল আজম চৌধুরী সুমন, মামুনুর রশিদ ভূঁইয়া, নজরুল ইসলামসহ ১৪ জনকে যুগ্ম-আহ্বায়ক করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গেল বছরের ১১ নভেম্বর কেন্দ্রীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান, সাধারণ সম্পাদক কেএম আযম খসরু লক্ষ্মীপুর আহ্বায়ক কমিটির অনুমোদন না দিলে সভাপতির সহি স্বাক্ষর ও সিল স্ক্যান করে আহ্বায়ক কমিটির দ্বিতীয় পাতায় বসানো হয়।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ কমিটি পাইয়ে দিতে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমেদ ও শাহাবুদ্দিন মিয়ার বিরুদ্ধে ২৭ লাখ টাকা বিনিময়ের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।

এদিকে শ্রমিক লীগের দায়িত্বে থেকে সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে মামুনুর রশিদ ভূঁইয়া ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজরুল ইসলাম নৌকার বিপক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। এর মধ্যে নজরুল চেয়াম্যান নির্বাচিত হয়েছেন।

মামুনুর রশিদ ভূঁইয়া ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ছিলেন। নজরুল আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত না থেকেই টাকার বিনিময়ে শ্রমিক লীগের কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হওয়ার অভিযোগ রয়েছে। বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় ১৬ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় মামুনুর রশিদ ও নজরুলকে বহিষ্কারের সুপারিশ করা হয়।

উল্লেখ্য, শ্রমিক লীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক ইউছুফ পাটওয়ারীর বিরুদ্ধে ভারত থেকে অজানা মাংস এনে লক্ষ্মীপুরে বিক্রি করারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি রাতে তার দুই কর্মচারীকে ৬ মণ মাংসসহ আটক করে পুলিশ।

অর্থের বিনিময়ে আহ্বায়ক কমিটি পাইয়ে দেয়ার ব্যাপারে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাতির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। এব্যাপারে যাচাই বাছাই চলছে। এবং স্বাক্ষর স্ক্যান করে বসানোর ব্যাপরও অবগত আছেন কেন্দ্রীয় সভাপতি নূর কুতুব আলম মান্নান।

ইবাংলা/এইচ/ ২৬ ফেব্রুয়ারি, ২০২২

কমিটি বাতিল
Comments (0)
Add Comment