দুই যুগ পর পাকিস্তানের মাটিতে পা রাখলো অস্ট্রেলিয়া দল

ক্রীড়া ডেস্ক

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শেষবার ১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে খেলেছিলো অজিরা। আজ ভোরে একটি বিশেষ বিমানে ইসলামাবাদে পৌঁছায় অস্ট্রেলিয়া দল। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হোটেলে পৌঁছান ক্রিকেটাররা।

জাতীয় দলের পাকিস্তানে পৌঁছানোর ছবি টুইটারে আপলোড দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অসি অধিনায়ক প্যাট কামিন্সের হাস্যজ্জল ছবি দিয়ে সেই ক্যাপশনে সিএ লিখেছে, ‘আমাদের পুরুষ ক্রিকেট দল ইসলামাবাদে পৌঁছেছে।’

এক দিন আইসোলেশনে থেকে সোমবার থেকেই অনুশীলনে নামবে অস্ট্রেলিয়া। এবারের পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট-ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এছাড়াও আছে একটি টি-২০। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ও ওয়ানডে সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভূক্ত। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হয়েছিলো। প্রায় তিন মাস পাকিস্তানের নিরাপত্তা নিবিড় পর্যবেক্ষণ করে সিএ।

১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও ওয়ানডে সিরিজ খেলেছিলো অস্ট্রেলিয়া। টেস্ট ১-০ ব্যবধানে ও ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো অজিরা। ২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর নিরাপত্তা শঙ্কায় বিশ্বের অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলো পাকিস্তান সফর থেকে বিরত থাকে। তবে গত ছয় বছরে পাকিস্তান সফর করে জিম্বাবুয়ে, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল। পাকিস্তান সফরে না গেলেও নিরপেক্ষ ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারবার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করে পাকিস্তান।

৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ দিয়ে লড়াই শুরু করবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। পরের দুই টেস্ট অনুষ্ঠিত হবে করাচি ও লাহোরে। ১২ ও ২১ মার্চ শুরু হবে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট। এরপর ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল রাওয়ালপিন্ডিতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ৫ এপ্রিল হবে সিরিজের একমাত্র টি-২০।

ইবাংলা/ নাঈম/ ২৭ ফেব্রুয়ারি, ২০২২

জাতীয় দলটেস্ট সিরিজদ্বিপাক্ষিক সিরিজ
Comments (0)
Add Comment