অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেফতার

ইবাংলা ডেস্ক

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন ও পিটিয়ে হত্যার দায়ে ২০ বছর পরে রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার দিবাগত রাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামি আবদুল কাদের ওরফে গাঞ্জা কাদের (৫২)। তিনি পাঠানগড় গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে তাঁকে ছাগলনাইয়া থানা-পুলিশে সোপর্দ করা হয়। র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠানগড় গ্রামের আবদুল কাদেরের সঙ্গে একই এলাকার মোহম্মদ আলীর মেয়ে আবু তারার বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের পরিবারে এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জন্ম হয়। আবদুল কাদের মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের জন্য বিয়ের পর থেকে প্রায় সময়ই আবু তারার কাছে যৌতুকের টাকা দাবি করতেন আবদুল কাদের। এবং টাকা না পেলে প্রায়ই অমানবিক নির্যাতন করতেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০০ সালের ২৩ জুলাই রাতে আবদুল কাদের ওরফে গাঁজা কাদের তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আবু তারাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করেন। সে অনুযায়ী রাতে তার দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে আগেই অচেতন করে রাখেন। সারা রাতে স্ত্রীর উপর নির্মম নির্যাতন ও নৃশংসভাবে গলা চেপে হত্যা করেন কাদের। পরবর্তীতে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার জন্য তিনি নিহত স্ত্রীকে ঘরের পাশে একটি গাছের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ঝুলিয়ে রাখেন। এবং আশপাশের লোকজনকে বলতে থাকেন, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ ঘটনার পর ভুক্তভোগীর বাবা মোহম্মদ আলী বাদী হয়ে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার পর প্রধান আসামি আব্দুল কাদের দেশের বিভিন্ন জায়গায় পলাতক থাকেন। দীর্ঘ সাত বছর পলাতক থাকার পর পরবর্তীতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার হন। পরে তিন বছর জেল হাজতে ছিলেন। জেল থেকে জামিনে মুক্তি পেয়ে কাদের আবার লাপাত্তা হয়ে যায় বলে দাবি করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে আদালত মামলার প্রধান আসামি পলাতক থাকা আব্দুল কাদের ওরফে গাঁজা কাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ঘটনাটি র‌্যাব-৭ অত্যন্ত গুরুত্বের সহিত আমলে নিয়ে গতকাল শনিবার বিকেলে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন পাঠানগড় কাচারি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ইবাংলা/ এইচ/ ২৭ ফেব্রুয়ারি, ২০২২

স্বামী গ্রেপ্তার
Comments (0)
Add Comment