দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি শরীয়তপুর

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চাল, ডাল, তেল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শরীয়তপুর জেলা বি এন পির উদ্যোগে তিন ভাগে বিভক্ত হয়ে বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (২ মার্চ) সকালে প্রথমে শরীয়তপুর জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদারের বাড়ীতে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রধান অতিথি হিসাবে উপস্থি থেকে বক্তব্য রাখেন। এ সময় তার সাথে উপস্থি ত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন , সাংগঠনিক সম্পাদক সাইদ আহাম্মেদ আসলাম ,বি এন পি নেতা আজমল হক নান্টু মালত, মহি উদ্দিন বাদল বেপারী ,দুলাল খান ।

তারপর পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মন্নান মাদবরের বাড়ীতে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। শ্যামা ওবায়েদের উপস্থিতিতে বক্তব্য রাখেন জেলা সেচ্ছা সেবক দলের সভাপতি রুহুল আমিন মুন্সিসহ আরেক অংশের নেতৃবৃন্দ।

আরেক অংশ শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি ও সদও উপজেলা বিএন পির সভাপতি সিরাজুল হক মোল্লা ও সাধারন সম্পাদক মাহবুব মোরশেদ টিটুর নেতৃত্বে আংগারিয়া বাজারে বিক্ষোভ মিছিল করে ।

ইবাংলা/ জেএন/ ২ মার্চ, ২০২২

বিএনপিরবিক্ষোভ
Comments (0)
Add Comment