বাংলাদেশি জাহাজে রকেট হামলায় প্রকৌশলী নিহত

ইবাংলা ডেস্ক

ইউক্রেনের জলসীমায় বাংলাদেশি জাহাজে রকেটের গোলার আঘাতে প্রকৌশলী নাবিক নিহত। ইউক্রেনের অলভিয়া বন্দরে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে গোলার আঘাতে এক নাবিক নিহত হয়েছেন। বাংলাদেশি ওই নাবিকের নাম হাদিসুর রহমান। তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

হামলায় বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে আগুন লেগে যায়। ছবি : সংগৃহীত

জাহাজে কর্মরতরা জানান, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে (বাংলাদেশ সময় রাত ৯টা) জাহাজে একটা শেল হিট করে। সেটা ব্রিজেই বিস্ফোরিত হয়। সেখানে কর্মরত থাকা অবস্থায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়। তবে, জাহাজের বাকি ২৮ জন অক্ষত আছেন।

এর আগে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবস্থার মাঝে আটকে পড়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে দ্রুত অলিভিয়া বন্দর ছাড়ার নির্দেশ দেয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহণের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়।

ইবাংলা/ ই/ ৩ মার্চ, ২০২২

প্রকৌশলীরবাংলার সমৃদ্ধি’তেমৃত্যুহামলায়
Comments (0)
Add Comment