আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে ৬১ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৫ রান তোলে বাংলাদেশ। এরপর সফরকারীদের ৯৪ রানে অলআউট করে দিয়েছে মাহমুদুল্লাহ’র দল। টি-২০ ফরম্যাটে পেয়েছে রানের হিসাবে তৃতীয় সর্বোচ্চ জয়।
গত বছরের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের জয় পেয়েছিল। ওটাই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ছিল বাংলাদেশের সবচেয়ে বড় জয়। ওই ম্যাচে ১৮১ রান তুলেছিল বাংলাদেশ। প্রতিপক্ষকে আটকে দিয়েছিল ৯৭ রানে।
দ্বিতীয় সর্বোচ্চ জয় আয়ারল্যান্ডের বিপক্ষে ৭১ রানে। ২০১২ সালে বেলফাস্টে আইরিশদের বিপক্ষে ১৯০ রান তুলেছিল বাংলাদেশ। সাকিব করেছিলেন ৫৭ রান। ওই ম্যাচে ঝড় দেখিয়ে ১৭ বলে ৪০ রান করেছিলেন পেস অলরাউন্ডার জিয়াউর রহমান। তিনি পাঁচ ছক্কা তোলেন ওই ম্যাচে। কোন চার মারেননি।
এছাড়া গত বছর মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২২ রানের লক্ষ্য দিয়ে ৬০ রানের জয় তুলে নিয়েছিল টাইগাররা। মিরপুরে এবার ওই রেকর্ড ভেঙে দিলেন নাসুম আহমেদ, সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। এই তিন বাঁ-হাতির তোপে পড়ে বিশাল ব্যবধানে হেরেছে মোহাম্মদ নবী-রশিদ খানরা।
ইবাংলা/আরকে/ ৩ মার্চ, ২০২২