দেশে করোনায় ২৬৪ জনের মৃত্যুর নতুন রেকর্ড

নিজস্ব প্রতিনিধি :

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তান্ডবে দৈনিক মৃত্যু অতীতের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ রেকর্ড গড়ল বাংলাদেশ। করোনায় এই প্রথম সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু দেখল দেশের মানুষ।

গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত দৈনিক মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২১ হাজার ৯০২ জনের মৃত্যু হলো। এছাড়া গেল ২৪ ঘন্টায় সারা দেশে ৭০৭টি ল্যাবে ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২ হাজার ৭৪৪ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে দাঁড়ালো। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) করোনা সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ৯৫ হাজার ৬৭৮টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭.১২ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৫৪ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৮৬ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন। সে হিসেবে দেশে সুস্থতার হার ৮৭.৪৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৬৬ শতাংশ।

ই-বাংলা/ আইএফ/ ৫ আগস্ট, ২০২১

নতুনমৃত্যুররেকর্ড
Comments (0)
Add Comment