সামরিক ঘাঁটিতে সেনা সদস্য ও সন্ত্রাসী মধ্যে তীব্র সংঘাতে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অন্তত ২৭ জন সেনা ও ৭০ জন জঙ্গি নিহত হয়েছে, এসময় আহত হয়েছেন আরও ৩৩ সেনা সদস্য। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন আরও ৯ সেনা সদস্য। এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে জানায় শুক্রবার সকালের দিকে মালির মনদোরো গ্রামে এই ঘটনা ঘটে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালের দিকে ওই সামরিক ঘাঁটির কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। বিস্ফেরণে কয়েকজন সেনা সদস্য হতাহত হন। তারপরেই গোলাগুলি শুরু হয় দু’পক্ষের মধ্যে।
হামলাকারী এই সন্ত্রাসীরা ইসলামী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তবে তারা কোন গোষ্ঠীর তা স্পষ্ট করা হয়নি। আল কায়দা ও ইসলামিক স্টেট- দুই গোষ্ঠীই সক্রিয় মালিতে; এবং উভয় গোষ্ঠীই সমানতালে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে দেশটিতে। অবশ্য শুক্রবারের হামলার দায় স্বীকার করে কোনো গোষ্ঠীই এ পর্যন্ত বিবৃতি দেয়নি।
২০১২ সালের দিকে মালিতে কট্টর ইসলামপন্থী সন্ত্রাসীদের উত্থান ঘটে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়দার অনুগামী এই সন্ত্রাসীরা দেশটির উত্তরাঞ্চলীয় মরুভূমির বিশাল এলাকা দখল করে নেয়। পরে অবশ্য সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সেনা বাহিনীর সহায়তায় সেই এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয় মালির সরকার। বর্তমানে দেশটির পশ্চিমাঞ্চলীয় কিছু এলাকা তাদের নিয়ন্ত্রণে আছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ নাইজার, বুরকিনা ফাসোতেও তৎপরতা আছে আল কায়দা ও ইসলামিক স্টেটপন্থী এই সন্ত্রাসীদের।
ইবাংলা/ টিপি/ ৫ মার্চ, ২০২২